পুঁজিবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানির অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।
কোম্পানিগুলো হচ্ছে- জিলবাংলা সুগার মিল, শ্যামপুর সুগার মিল, মেঘনা কনডেন্স মিল্ক, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, তসরিফা ইন্ডাস্ট্রিজ, সায়হাম টেক্সটাইল, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই ৬ আগস্ট নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিগুলো জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে ১ আগস্ট জিলবাংলার শেয়ার দর ছিল ৩৩ টাকা ৭০ পয়সা। ৬ আগস্ট তা ৪৩ টাকা ৮০ পয়সায় উন্নীত হয়।
আর এই সময়ে শ্যামপুর সুগারের শেয়ার দর ছিল ২৭ টাকা ১০ পয়সা। ৬ আগস্ট তা ৩৫ টাকা ৯০ পয়সা হয়।
একইভাবে বাকী ৫ কোম্পানির শেয়ার দরও ধারাবাহিকভাবে বাড়ছে।
আর শেয়ারগুলোর এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।