কুইন সাউথ টেক্সটাইল মিলসের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আগামী ৭ জানুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হবে। কোম্পানির সচিব মাসুম রানা এ তথ্য জানিয়েছেন।আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এর আগে ১৪ নভেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬১৫তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন করা হয়।
কোম্পানিটি শেয়ারবাজারে ১ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে ১৫কোটি টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
আইপিওর মধ্যমে অর্থ উত্তোলন করে কোম্পানিটি স্বয়ংক্রিয় ওয়ারহাউজ নির্মাণ, মেশিনারিজ ক্রয় ও কারখানা আধুনিকায়ন, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করবে।
৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪২ টাকা। এ সময় পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাড়িয়েছে ১৬.২০ টাকা।
আইপিওতে কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
আজকের বাজার:এসএস/৪জানুয়ারি ২০১৮