৭ ডিসেম্বর পার্বত্য মেলা শুরু

আন্তর্জাতিক পার্বত্য দিবস উপলক্ষ্যে আয়োজিত পাঁচদিনের  মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার,৭ডিসেম্বর। চলবে ১১ডিসেম্বর পর্যন্ত। রাজধানীর শিল্পকলা একাডেমিতে এই মেলা অনুষ্ঠিত হবে। মেলায় দেশি-বিদেশি প্রতিষ্ঠানের জন্য ৯২টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে।

বুধবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো.কামাল উদ্দিন তালুকদার বলেন, সমতলের মানুষদের মাঝে পার্বত্য এলাকার জীবন সংস্কৃতি ,ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতেই  এ মেলার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল ৩টায় সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর প্রধান এ মেলার উদ্বোধন করবেন।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত থাকবে পার্বত্য চট্টগ্রামের শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা ।

আজকের বাজার: এসএস/এলকে ৬ ডিসম্বর ২০১৭