৭ দশমিক ৬৫ নয়, জিডিপি হবে ৬ দশমিক ৫ শতাংশ : বিশ্বব্যাংক

বাংলাদেশ পরিসংখ্যানের তথ্য অনুযায়ী চলতি অর্থবছর অর্থাৎ ২০১৭-১৮ সময়ে দেশের মোট উৎপাদনের প্রবৃদ্ধি (জিডিপি) ৭ দশমিক ৬৫ শতাংশ হওয়ার কথা থাকলেও বিশ্ব ব্যাংক বলছে এ প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৫ শতাংশ।

রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির ঢাকা অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ডেভেলপমেন্ট আউটলুক প্রকাশের জন্য এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়েছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বলেছে, এ বছরের জিডিপি হবে ৭.৬৫ শতাংশ। কিন্তু এটা কীভাবে হবে সে সম্পর্কে পরিষ্কারভাবে কিছু বলা হয়নি। বাংলাদেশে দারিদ্র্যের হার কমেছে তবে বৈষম্যের হার বেড়েছে। বাংলাদেশে বিদ্যমান পরিস্থিতিতে নির্ভয়ে বিনিয়োগের পরিবেশ নাই।

সংবাদ সম্মেলনে, দেশের ব্যাংকিং খাতে সংস্কার আনার পরামর্শ দিয়ে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের মুদ্রালিপি স্বাধীনভাবে প্রয়োগের সুযোগ দিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিমায়াও ফা ও বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন প্রমুখ।

রাসেল/