চাঁদপুর জেলার ফরিদগঞ্জে সাত বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে আল আমিন (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।মঙ্গলবার গভীর রাতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বুধবার বিকেলে জেলা কারাগারে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শহীদ হোসেন। মঙ্গলবার ফরিদগঞ্জে উপজেলার চরদু:খিয়া ইউনিয়নের বিশকাটালি গ্রামে এই ঘটনা ঘটে।
থানার ওসি জানান, গত মঙ্গলবার চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজ গৃহে একই বাড়ির শিশুকে ধর্ষণ করে আল আমিন। শিশুটির মা শিশুর কাছ থেকে জানতে পেরে এ ব্যাপারে মঙ্গলবার বিকেলে ধর্ষণ মামলা দায়ের করলে অভিযুক্ত যুবক আল আমিন (২০) কে গ্রেপ্তার করে চালান দেয়া হয় চাঁদপুরের আদালতে। আদালত তাকে জেল হাজতে পাঠায়। এর আগেও একই বাড়ির দু নারী এ যুবকের দ্বারা ধষির্ত হয় বলে জানা যায়। লোক লজ্জার ভয়ে তারা এ ব্যাপারে সরব হয়নি বলে জানান ওসি। এদিকে ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য বুধবার বিকেলে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খবর-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান