৭ মার্চের যৌন নিপীড়নের ঘটনায় মামলা

৭ মার্চের সম্মেলনে যোগ দিতে যাওয়া মিছিল থেকে এক ছাত্রীর যৌন হয়রানির ঘটনায় মামলা হয়েছে। বাংলামটর এলাকায় নিপীড়নের শিকার ওই ছাত্রীর ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে আলোচনায় আসে ঘটনাটি। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনায় মামলা করেন ছাত্রীর বাবা।

রমনা থানার ওসি মাইনুল ইসলাম আজ শুক্রবার সকালে সাংবাদিকদের মামলার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা ওই মামলায় অজ্ঞাতপরিচয় ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা যায়নি।

ওসি আরো জানান, পুলিশ ইতোমধ্যে ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলে তার বক্তব্য রেকর্ড করেছে।

জানা যায়, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামীলীগের জনসভা ছিল। এতে দলটির বিভিন্ন ওয়ার্ড শাখা এবং ছাত্রলীগ, যুবলীগের মত সহযোগী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা ঢাকার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে ওই জনসভায় যোগ দেন।

বাংলামোটরে এরকম একটি মিছিলের মধ্যে পড়ে একদল যুবকের হাতে যৌন নিপীড়নের শিকার হওয়ার কথা এক তরুণী তার ফেইসবুকে পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায়। পরে বিভিন্ন মহল থেকে বিষয়টির নিন্দা আসে।

আরএম/