গত বছরের মত এবারো রাজধানী বনানীর আর্মি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে ‘জয় বাংলা কনসার্ট’। আয়োজন করেছে ইয়াং বাংলা। ১৯৭১ সালের ৭ই মার্চ সোহ্রাওয়ার্দী উদ্যানে বঙ্গববন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই আয়োজন করা হয়ে থাকে।
জানা গেছে, এবার কনসার্টে দেশের তরুণ প্রজন্মের ৮টি ব্যান্ড অংশ নেবে। ব্যান্ডগুলো হলো আর্টসেল, চিরকুট, পাওয়ারসার্জ, লালন, আর্বোভাইরাস, ক্রিপটিক ফেইট, শূন্য ও নেমেসিস। ওইদিন জয় বাংলা কনসার্টে দর্শকদের জন্য আর্মি স্টেডিয়ামের গেট খোলা হবে বিকাল ৪টায়।
‘জয় বাংলা কনসার্ট’ চলবে রাত ১১টা পর্যন্ত। কনসার্টে প্রতিটি ব্যান্ড নিজেদের গান ছাড়াও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করবে।
আজকেরবাজার/এইচজে