দারুণ একটি মাইলফলক স্পর্শ করলেন তামিম ইকবাল। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অসাধারণ ব্যাটিংয়ে তিরিপানোর করা ইনিংসের ২৭তম ওভারের পঞ্চম বরে চার হাঁকিয়ে সাত হাজার রানের মাইলফলক পার হন বাংলাদেশ দলের এই ওপেনার। দেশসেরা এই ব্যাটসম্যান খেলেছেন ২০৪ ইনিংস। হাঁকিয়েছেন ১১ শতক ও ৪৮ অর্ধশতক!
আন্তর্জাতিক ওয়ানডেতে রান সংগ্রহের তালিকায় তামিমের পরে আছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এ অলরাউন্ডার ২০৬ ম্যাচ ও ১৯৪ ইনিংসে ৩৭.৮৬ গড়ে করেছেন ৬৩২৩ রান। সাকিবের ৯ সেঞ্চুরির পাশাপাশি আছে ৪৭ ফিফটি।
এর আগে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ১৩ হাজার রানের চূড়া স্পর্শ করেন তামিম। অবশ্য এই কীর্তি তিনি আগেই গড়েছিলেন। তবে তার আগের ১৩০১৪ রানের মধ্যে আইসিসি বিশ্ব একাদশের হয়ে ছিল ৫৭ রান।
আজকের বাজার/এ.এ