বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে বার্সার জার্সিতে নিজের ৭০০তম ম্যাচ খেললেন লিওনেল মেসি। চ্যাম্পিয়নস লিগের গ্রুপের পর্বের সে ম্যাচে ন্যু ক্যাম্পে ডর্টমুন্ডকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে কাতালানরা।
ঘরের মাঠে এ ম্যাচে গোল করেন বার্সার আক্রমণভাগের তিন ত্রয়ী মেসি, সুয়ারেজ ও গ্রিজম্যান। ম্যাচের মাত্র ২৯ মিনিটেই মেসির অ্যাসিস্টে গোল করেন সুয়ারেজ। এর ৪ মিনিট পরেই সুয়ারেজের অ্যাসিস্টে গোল করেন মেসি।
ডর্টমুন্ডের বিপক্ষে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন মেসি ও সুয়ারেজ। বার্সার জার্সিতে ৭০০ ম্যাচে মেসির গোল সংখ্যা ৬১৩। অন্যদিকে ২০১৪ সালে বার্সায় যোগ দেওয়া সুয়ারেজ ২৬২ ম্যাচে করেছেন ১৮৭ গোল। ফলে এ দুই তারকার সম্মিলিত গোল সংখ্যা এখন ৮০০।
আজকের বাজার/আরিফ