টলিউডের সুপারস্টার দেবকে দেখা যাবে একেবারে অন্য ভূমিকায়। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত আগামী ছবি ধূমকেতুতে তাকে দেখা যাবে ৮২ বছরের এক বৃদ্ধের লুকে।
সম্প্রতি পরিচালক কৌশিক দেবের নতুন লুকের এমনই একটি ছবি পোস্ট করেছেন টুইটারে। তিনি লিখেছেন, নতুন বছরে এই বৃদ্ধ ভদ্রলোকের সঙ্গে যেন আপনাদের দেখা করাতে পারি এটাই আমার কামনা।
২০১৭ সালের শেষের দিকেই দেবের তার নয়া লুক প্রকাশ্যে এনেছিলেন পরিচালক। এ জন্য প্রস্থেটিক সার্জারির মাধ্যমে ৮২ বছরের এক বৃদ্ধের লুকে আনা হয় দেবকে। বাংলা সিনেমায় এই প্রথম হাই বাজেটের কোনো প্রস্থেটিক সার্জারি হতে চলেছে কোনো অভিনেতার উপর।
কলকাতার সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই মুক্তি পাবে ধুমকেতু৷ তবে ঠিক কবে মুক্তি পাবে সিনেমাটি সে সম্পর্কে কিছু বলেননি পরিচালক।
আজকের বাজার: আরআর/ ০৩ জানুয়ারি ২০১৮