একের পর এক উইকেট বিলিয়ে দিয়েছে টাইগাররা। মাত্র ৮৪ রানে সবকটি উইকেট হারিয়ে আসা-যাওয়ার গল্পের যবনিকা ঘটায় বাংলাদে। বড় ব্যবধানে হারের স্বাদ পায় ভারতের বোলিং নৈপণ্যের কাছ।
ইমরুল কায়েস ৭, সৌম্য সরকার ২, মুশফিকুর রহিম ১৩, সাকিব আল হাসান ৭, মেহেদী হাসান মিরাজ ২৪ ও সানজামুল ইসলাম ১৮ রান ও তাসকিন সংগ্রহ করেন ১ রান। মাহমুদুল্লাহ, মোসাদ্দেক, সাব্বির রহমান ও রুবেল রানের খাতা খুলতেই পারেনি।
৩০ মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের চিত্র ছিল এমনটাই।
এর আগে বোলাররা দারুণ শুরু করে সেই ছন্দ ধরে রাখতে পারেননি। যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে ৩২৫ রানের বিশাল লক্ষ্য দাঁড়ায় টাইগারদের সামনে। বড় লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে প্রথম ৭ ওভারের মধ্যেই পাঁচ-পাঁচজন ব্যাটসম্যানকে হারিয়ে রীতিমতো ধুঁকতে থাকে টাইগাররা।
মঙ্গলবার টস হেরে ব্যাটিংয়ে নেমে ২১ রান তুলতেই দুই উইকেট হারিয়ে বসে ভারত। সেই ধাক্কা সামলে ৩২৪ রানের পাহাড় গড়ে টিম ইন্ডিয়া। তবে শুরুতেই সৌম্য সরকার ও সাব্বির রহমানের বিদায়ে বেশ চাপের মুখে পড়ে টাইগাররা। পরের ওভারে ইমরুল কায়েস বিদায় নিলে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। এরপর সাকিব ও মাহমুদউল্লার বিদায়ে লজ্জার মুখে পড়ে টাইগাররা।
সর্বশেষ ২৩.৫ ওভারে গুটিয়ে যায় টাইগারা।ভারতের কাছে ২৪০ রানে হারতে হয়েছে বাংলাদেশের।
৩২৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই সাবধানী ছিলেন ইমরুল ও সৌম্য। তবে উমেশ যাদবের করা চতুর্থ ওভারের দ্বিতীয় বলে উইকেটের পেছনে দিনেশ কার্তিককে ক্যাচ দিয়ে সৌম্য ফিরে গেলে হোঁচট খায় বাংলাদেশ। যদিও আম্পয়ারের আউটের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেন বাংলাদেশি ওপেনার।
শুরুর ধাক্কা সামলে ওঠার আগে একই ওভারে বাংলাদেশকে ধাক্কা দেন উমেশ। তার করা ওভারের পঞ্চম বলে ইনসুইংগারে নাকাল হয়ে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন সাব্বির। ভুবনেশ্বর কুমারের করা পঞ্চম ওভারের চতুর্থ বলে ইমরুল মিড অনে উমেশকে ক্যাচ দিয়ে ফিরে গেলে কোণঠাসা হয়ে পড়ে টাইগাররা।
ভুবনেশ্বরের করা সপ্তম ওভারের তৃতীয় বলে বাউন্সে পুল করতে গিয়ে স্কয়ার লেগে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে সাকিব ফিরে গেলে হতশ্রী হয়ে পড়ে বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের রান তখন ৪ উইকেটে ২১। দুই বল পর মাহমুদউল্লাহ উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরলে লজ্জার মুখে পড়ে বাংলাদেশ। উমেশের করা পরের ওভারে মোসাদ্দেকও উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার মিছিলে যোগ দেন। বাংলাদেশে রান তখন ৬ উইকেটে ২২।
এর আগে লন্ডনের কেনিংটন ওভালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান বিশ্রামে থাকা মাশরাফির পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া সাকিব আল হাসান। দিনেশ কার্তিক শিখ ধাওয়ান ও হার্দিক পান্ডিয়া দৃঢ়তায় নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২৪ রানের বড় সংগ্রহ গড়ে ভারত।
ভারতের হয়ে কার্তিক ৭৭ বলে ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৯৪ রান করেন। এছাড়া ধাওয়ান ৬৭ বলে ৬০, পান্ডিয়া ৫৪ বলে ৮০ এবং রবীন্দ্র জাদেজা করেন ৩৬ বলে ৩২ রান।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রুবেল। এছাড়া সানজামুল ইসলাম দুটি এবং মোস্তাফিজ নেন একটি উইকেট।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।
ভারতীয় একাদশ: বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, কেদার যাদব, যুবরাজ সিং, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার ও উমেশ যাদব।
আজকের বাজার:এলকে/এলকে/৩১ মে ২০১৭