জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদের আজ ৮৮তম জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে রংপুর ও ঢাকায় দলের নেতা-কর্মীরা গতকাল সোমবার মধ্যরাতে কয়েক দফায় কেক কেটেছেন।
দলীয় নেতাদের নিয়ে এরশাদ রাত ১২টা ১ মিনিটে বারিধারার বাসা প্রেসিডেন্ট পার্কে বিশাল আকৃতির কেক কাটেন। জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ দলের কেন্দ্রীয় নেতারা এসময় উপস্থিত ছিলেন। ১৯৩০ সালের ২০ মার্চ এরশাদ জন্মগ্রহণ করেন।
এরশাদের জন্মদিন উপলক্ষে আজ মঙ্গলবার বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয় ও কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে কেক কাটা হবে।
জানা গেছে, বনানী কার্যালয়ে দলীয় চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন দলের নেতা-কর্মীরা। জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা গতকাল রাতেই বিশাল আকৃতির কেক নিয়ে হাজির হন এরশাদের বাসায়, পরে এরশাদ কেক কাটেন।
আজকেরবাজার/এস