যুব ওয়ানডেতে সিরিজের চতুর্থ ম্যাচে সিলেটে বাংলাদেশকে ৪৫ রানে হারিয়েছে আফগানিস্তান। ফলে তারা ২-১ ব্যবধানে এগিয়ে গেছে সিরিজে। আফগান পেসার মুজিব উর রহমান নিয়েছেন ১৯ রানে ৭ উইকেট, যা যুব ওয়ানডেতে দ্বিতীয় সেরা বোলিংয়ের রেকর্ড। সেরা বোলিংয়ের রেকর্ডও বাংলাদেশের বিপক্ষে। ২০০৩ সালে ইরফান পাঠানের ১৬ রানে ৯ উইকেট। লাহোরে সেদিন ৩৪ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ।
৫ ম্যাচ সিরিজের প্রথমটি ১৪৫ রানে জিতেছিল বাংলাদেশ। পরেরটি ভেস্তে যায় বৃষ্টিতে। তৃতীয় ম্যাচে বাংলাদেশকে মাত্র ৭৫ রানেই গুটিয়ে দিয়ে ৫ উইকেটে জিতেছিল আফগানিস্তান। আগের ম্যাচের অভিজ্ঞতা থেকেই হয়ত এবার টস জিতে আগে বোলিং নিয়েছিল বাংলাদেশ। বোলাররা ভালোও করেছে। অফ স্পিনার নাঈম হাসান নেন ৩৮ রানে ৫ উইকেট। অনিয়মিত বোলার সাইফ হাসান ৭ রানে ৩টি। ১৩৪ রান তাড়ায় মুজিবের তোপে ১০ ওভারের মধ্যে ১১ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। সপ্তম উইকেটে মাহিদুল ইসলাম ও নাঈম হাসান দারুণ জুটি গড়ে এগিয়ে নেন দলকে। দুজনে গড়েন ৭৫ রানের জুটি। জয়ের আশা জাগে বাংলাদেশের।
কিন্তু বাধ সাধেন সেই মুজিব। বোলিংয়ে ফিরে নাঈমকে ফিরিয়ে ভাঙেন জুটি। লোয়ার অর্ডার ভেঙে পড়ে হুড়মুড়িয়ে। শেষ ভরসা মাহিদুল ফেরেন ৪৩ রানে।
৯.৩ ওভারে ১৯ রানে ৭ উইকেট মুজিবের। আগের ম্যাচের সেরা নাভিন উল হক ৭ ওভারে ৫ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯: ৩৫ ওভারে ১৩৩ (রহমান ৩, ইব্রাহিম ৯, তারিক ৮, মালিকজাই ১০, রসুল ২৩, ওয়াদাত ৫৩, ইকরাম ০, কায়িস ০ নাভিন ১৬, মুজিব ০*, জাজাই ০; হাসান ২/২৫, অনিক ০/২৫, আরাফাত ০/২০, নাঈম ৫/৩৮, আফিফ ০/১৪, সাইফ ৩/৭)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৩০.৩ ওভারে ৮৮ (সজিব ৬, পিনাক ১, সাইফ ০, হৃদয় ০, আফিফ ০, রাকিব ১, মাহিদুল ৪৩, নাঈম ৩০, অনিক ০, হাসান ০, আরাফাত ০*; নাভিন ১/৫, মুজিব ৭/১৯, জাজাই ০/২৫, কায়িস ২/২২, তারিক ০/১৬)।
ফল: আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ৪৫ রানে জয়ী
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ২-১ ব্যবধানে এগিয়ে
আজকের বাজার : সালি ৪ অক্টোবর ২০১৭