৮৯ ক্যারেট ওজনের বিরল এক হলুদ হিরার সন্ধান পাওয়া গেছে আফ্রিকার ছোট্ট দেশ লেসোথোর মোথায়ের খনিতে।
এটির বাজারমূল্য অন্তত ১ কোটি পাউন্ড বলে জানা গেছে।
জানা যায়, লুকাপা নামে একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে মোথায়ে কিম্বেরলাইট এলাকায় খননকাজ শুরু করে লেসোথো সরকার। শুরুতেই সাফল্য মেলে। সম্প্রতি খনি মুখের কাছে ২৫ ক্যারেট ওজনের হলুদ হিরার সন্ধান পাওয়া গিয়েছিল। এবার দক্ষিণ-পূর্ব জোনে ৮৯ ক্যারেট ওজনের এই লদুদ হিরার সন্ধান পাওয়া গেল।
প্রাপ্ত হিরাটির ৭০ শতাংশের অংশীদার লুকাপা নামে ওই বেসরকারি সংস্থাটি। বাকি ৩০ শতাংশ সরকারের।
আজকের বাজার/একেএ