৮ কোম্পানির বোনাস বিওতে

পুঁজিবাজারে  তালিকাভুক্ত আট কোম্পানির ঘোষিত বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি চারটি হলো : আজিজ পাইপস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক, কনফিডেন্স সিমেন্ট, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, কোহিনুর কেমিক্যাল, সাইফ পাওয়ারটেক এবং জেমিনি সী ফুড।

জানা গেছে, আজিজ পাইপস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক, কনফিডেন্স সিমেন্ট, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, কোহিনুর কেমিক্যাল, সাইফ পাওয়ারটেকের ঘোষিত বোনাস লভ্যাংশ আজ ১ জানুয়ারি, সোমবার এবং জেমিনি সী ফুডের ঘোষিত বোনাস লভ্যাংশ ৩১ ডিসেম্বর, রবিবার শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠানো হয়েছে।

এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য আজিজ পাইপস ৫ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস ১০ শতাংশ, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক ১০ শতাংশ, কনফিডেন্স সিমেন্ট ২০ শতাংশ, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ১০ শতাংশ, কোহিনুর কেমিক্যাল ১৫ শতাংশ, সাইফ পাওয়ারটেক ২৮ শতাংশ এবং জেমিনি সী ফুড ১২৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করে। যা কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।

আজকের বাজার:এসএস/১জানুয়ারি ২০১৮