৮ জুনের মধ্যে রাস্তার কাজ শেষ করার নির্দেশ

আগামী ৮ জুনের মধ্যে রাস্তার মেরামত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার( ১৯ মে) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর এলাকা পরিদর্শনকালে তিনি এ আদেশ দেন।ঈদের সময় বাস ও ট্রাক মালিকদের রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি না নামানোর অনুরোধ জানান সেতুমন্ত্রী।

ঈদের আগের তিনদিন মহাসড়কে ভারী যান চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।

পরে স্থানীয় প্রশাসনের কার্যালয়ে জনপ্রতিনিধি ও গাজীপুর জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

আরজেড/