৮ জুন খুলবে জাবির হল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল আগামী ৮ জুন খোলার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৩ জুন শনিবার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া সিন্ডিকেটে, আগামী ৭ জুলাই বিশ্ববিদ্যালয় থেকে ক্লাস-পরীক্ষা শুরু, শনিবার থেকেই রাস্তায় স্পিড ব্রেকারের কাজ শুরু, রোববার থেকে বিশমাইল থেকে বিভিন্ন গেটে সিসি ক্যামেরা লাগানো, দুই একদিনের মধ্যেই নিহতদের পরিবারের ২-৩ সদস্যের চাকরি দেওয়া, নিহতদের পরিবারের ক্ষতিপূরণ প্রদান এবং ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, জাবির দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার জেরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৭ মে অনির্দিষ্টকালের জন্য সকল আবাসিক হল বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজকের বাজার:এসএ/এলকে/ ০৪ জুন ২০১৭