জেলার উপজেলা সদরের উত্তর দিঘলদী ইউনিয়নে আজ ৮ জুয়ারিকে ৭দিন করে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এর আগে রোববার রাতে তাদের ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ঘুইংগারহাট এলাকার একটি পরিত্যক্ত ঘর হতে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। সকালে তাদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: দিদারুল আলম’র আদালতে হাজির করলে বিচারক প্রত্যেককে ৭দিনের দন্ড প্রদান করেন।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো: শহিদুল ইসলাম বলেন, দন্ডপ্রাপ্তরা হলো মো: ফকরুল (৪৫), মো: আব্দুর রহিম (২৮), মো: নসু (৪৫), মো: মিরাজ (২৫), মো: সবুজ (২০), মো: নাইম (২০), মো: সেলিম (৪৫), মো: আজিজুল (৪৫)। তারা সবাই উত্তর দিঘলদী ইউনিয়নের বাসিন্দা। আটকের সময় দন্ডপ্রাপ্তদের কাছ থেকে নগদ অর্থ ও জুয়া খেলার সরাঞ্জাম উদ্ধার করা হয়। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান