৮ দিন পর বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের নির্যাতনের কারণে নিহত বাংলাদেশির লাশ আট দিন পর বৃহস্পতিবার ফেরত দিয়েছে বিএসএফ।

নিহত হানেফ আলী ওরফে খোকা (৩৫) শার্শার অগ্রভুলোট গ্রামের শাজাহান আলীর ছেলে।

অগ্রভুলোট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোজাম্মেল হোসেন জানান, পতাকা বৈঠকের মাধ্যমে বিকাল ৩টার দিকে হানেফ আলীর লাশ বেনাপোলে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ বলে খবর ইউএনবির।

গত ২২ জানুয়ারি ভারতের বন্যাবাড়ীয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে পিটিয়ে হত্যা করে।

ওইদিন নিহত হানেফ আলীর চাচা শহিদুল ইসলাম জানান, ভারতের বন্যাবাড়ীয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা ২২ জানুয়ারি দুপুরে তাকে পিটিয়ে মেরে ফেলার পর ২৩ জানুয়ারি দুপুর ১২টার দিকে তারা জানতে পারেন।

আজকের বাজার/লুৎফর রহমান