আগামী বৃহস্পতিবার (৮ নভেম্বর) মুক্তি পেতে যাচ্ছে বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনামাগুলোর মধ্যে অন্যতম আমির খানের ‘থাগস অব হিন্দুস্তান’।
প্রথমবারের মতো বলিউডের দুই জনপ্রিয় তারকা অভিনেতা আমির খান ও অমিতাভ বচ্চনকে দেখা যাবে এই সিনেমাটিতে।
সিনামেটিতে মি. পারফেকশনিস্ট খ্যাত আমির খান অভিনয় করছেন একটি খল চরিত্রে। এছাড়া অন্যদের মধ্যে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও দাঙ্গাল কন্যা খ্যাত ফাতেমা সানা শেখ।
বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত ও যশ রাজ ব্যানারের অধীনে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন আদিত্য চোপড়া।
১৭৯৫ সালের প্লটে প্রতিষ্ঠিত এই ছবিটিতে আমিতাভ বচ্চন খুদাবক্স নামের একজন থগসের চরিত্রে অভিনয় করছেন যিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে হিন্দুস্তানকে মুক্ত করতে চেয়েছিলেন। এতে আমির খানের চরিত্রের নাম ফিরাঙ্গি মল্লা, যাকে ব্রিটিশ কমান্ডার খুদাবক্সের পরিকল্পনায় অনুপ্রবেশের জন্য পাঠান এবং এভাবেই চলতে থাকে ছবিটির কাহিনী।
ইতিমধ্যে সিনেমাটির ‘মঞ্জুর এ খুদা’ গানটি দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। এতে আইটেম কন্যা ক্যাটরিনা ছাড়াও আমির খান, অমিতাভ বচ্চন ও ফাতেমা সানা শেখের কিছু অ্যাকশান দৃশ্য দেখা গেছে।
চলচ্চিত্র প্রেমীরা বছরের শেষে এই চমকের জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছেন। হিন্দি ছাড়াও তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে চলচ্চত্রটি। এছাড়া একটি থ্রিডি সংস্করণও মুক্তির কথা রয়েছে।
আজকের বাজার/এমএইচ