পুলিশের প্রধান দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা দেয়া। যাতে মানুষের জানমালের নিরাপত্তা থাকে সে জন্য ৮ ফেব্রুয়ারি পুলিশ কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন পুলিশের নতুন মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
বৃহস্পতিবার ১ ফেব্রুয়ারি সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে নতুন আইজিপি হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য যোগদানের পর থেকেই চ্যালেঞ্জ মোকাবিলা করছে। নির্বাচন পরিচালনা করা নির্বাচন কমিশনের কাজ। আমাদের কাজ জানমালের নিরাপত্তা দেয়া। জননিরাপত্তা বিধানের জন্য পুলিশ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করবে।
মাদক নির্মূলের বিষয়ে তিনি বলেন, যতদিন পর্যন্ত মাদকের চাহিদা থাকবে ততদিন পর্যন্ত যোগান থাকবে। নতুন করে যাতে চাহিদা তৈরি না হয় সেজন্য ইতোমধ্যে যারা মাদকে আসক্ত তাদের কীভাবে ফিরিয়ে আনা যায় সেজন্য কাজ করতে হবে। এটা পুলিশের একক দায়িত্ব নয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদের মতই মাদক নির্মূলে কাজ করে যাব। গতকাল যখন আমাকে ব্যাজ পরানো হয়েছিল তখনই প্রধানমন্ত্রী বলেছিলেন মাদকে নির্মূলে আমাদের কঠোর হতে হবে। সেক্ষেত্রে মাদক নির্মূলে আমরা থাকব জিরো টলারেন্সে। জঙ্গিবাদ দমনের মতোই মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করব।
জাবেদ পাটোয়ারি বলেন, কোনো ব্যক্তির অপরাধের দায় বাংলাদেশ পুলিশ নেবে না। দুই লাখ পুলিশ সদস্যের মধ্যে কতিপয় সদস্য অপরাধে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে পুলিশের আইনে এবং দেশের প্রচালিত আইনে ব্যবস্থা নেয়া হবে।
আগামীর পরিকল্পনা নিয়ে আইজিপি বলেন, জঙ্গিবাদ এবং মাদকের বিস্তার আমাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ। তবে জঙ্গিবাদ দমনে পুলিশ যে সফলতা দেখিয়েছে তাতে বিশ্বের কাছে একটি রোল মডেলে পরিণত হয়েছে বাংলাদেশ। বিশ্বে যখন কোনো সম্মেলন হয় তখন সেখানে বাংলাদেশ পুলিশের বেশ প্রশংসা হয়ে থাকে। বাংলাদেশ পুলিশ পেশাদারীত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। আগামীতে তা আরো বেগবান হবে।
আজকের বাজার:এলকে/ ১ ফেব্রুয়ারি ২০১৮