ভারতের নাগরিকত্ব পেয়েছেন পাকিস্তানের ৯০ জন হিন্দু। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’র।
শুক্রবার (২২ জুন) ভারতের আহমেদাবাদ জেলা প্রশাসন এক অনুষ্ঠানে তাদের হাতে নাগরিকত্বের প্রয়োজনীয় দলিলাদি তুলে দিয়েছে।
জেলা কালেক্টর বিক্রান্ত পাণ্ডে ১৯৫৫-র ভারতীয় নাগরিকত্ব আইনের ধারা মেনে ভারতের নাগরিকত্বের পরিচয়পত্র তাদের হাতে তুলে দেন।
জানা যায়, ওই ৯০ জন পাকিস্তানি হিন্দু পাকিস্তানের সিন্ধু প্রদেশে বসবাস করতেন।
আজকের বাজার/একেএ