কাতার বিশ্বকাপের ম্যাচগুলোর সময় স্বাভাবিক নিয়মে অর্থাৎ ৯০ মিনিটেরই থাকছে বলে নিশ্চিত করেছে ফিফা। আসন্ন বিশ্বকাপের ম্যাচগুলোর দৈর্ঘ্য পরিবর্তন হতে পারে বলে জোর গুজব ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ব ফুটবলের পরিচালনা সংস্থা জানায় ,‘আজ (গতকাল) বিভিন্ন গণমাধ্যমে কিছু গুজব ছড়িয়ে পড়েছে, এর জবাবে ফিফা এটি জানাতে চায় যে ২০২২ সালের কাতার বিশ্বকাপ আয়োজনের সময় এর নিয়ম বা ম্যাচের দৈর্ঘ্যের কোন পরিবর্তন হবে না।
সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইতালীয় ক্রীড়া দৈনিক কুরিয়ার ডেলো স্পোর্টসহ বেশ কিছু ঐতিহ্যবাহী সংবাদ পোর্টালে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো স্টপেজ টাইম বাড়ানোর বিষয়ে রেফারিদের উৎসাহিত করছেন। বিশেষ করে বল নিয়ে খেলার মোট সময়ের ঘাটতি পূরনের জন্য এর দৈর্ঘ্য বাড়িয়ে ১০০ মিনিট করার পরিকল্পনা করছেন। খবর-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান