দক্ষিণ আফ্রিকা সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে স্বাগতিকদের কাছে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
পচেফস্ট্রুমে প্রোটিয়াদের দেয়া ৪২৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৯০ রানেই গুটিয়ে যায় টাইগার বাহিনী।
টেস্টে এর আগে বাংলাদেশের সর্বনিম্ন সংগ্রহ ছিল ৬২, প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। এ হারে পঞ্চম সর্বনিম্ন রানের রেকর্ডে নাম লেখালেন মুশফিক-তামিমরা।
তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটাই বাংলাদেশের সর্বনিম্ন ইনিংস। ২০০৭ সালের পর আবারও ১০০ রানের নিচে গুটিয়ে যাওয়ার লজ্জায় পড়লো টাইগাররা।
বাংলাদেশের কফিনে শেষ পেরেক ঠুকতে মূল কাজটা করেছেন প্রোটিয়াদের দুই বোলার তরুণ তুর্কী কাগিসো রাবাদা এবং মহারাজ। রাবাদা ৩টি, মহারাজ নিয়েছেন সর্বোচ্চ ৪টি উইকেট। ২টি উইকেট ঝুলিতে পুরেছেন মরনে মরকেল।
এর আগে রবিবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশের দুই উইকেট শিকার করেন মরকেল। নো বলের কারণে অবশ্য বেঁচে যান মুশফিক। রানের খাতা খোলার আগেই তামিম-মুমিনুলকে বিদায় করেন মরকেল। অবশ্য মুমিনুলের আউট নিয়ে রয়েছে বিতর্ক। আম্পায়ার আউট দিলেও টিভি রিপ্লেতে পরিষ্কারভাবে দেখা যায় সেটা নট আউট। ৩২ রান করে ফিরে যান ইমরুল।
৩ উইকেটে ৪৯ রান নিয়ে পঞ্চম দিন শুরু করে বাংলাদেশ। দ্রুত তিন ব্যাটসম্যান- মুশফিকুর রহিম (১৬), মাহমুদউল্লাহ রিয়াদ (৯) এবং লিটন দাসকে (৪) নিজের শিকারে পরিণত করেন রাবাদা। একপাশ থেকে মেহেদী হাসান মিরাজ খানিকক্ষণ লড়াই চালান। তাতে অবশ্য বেশিদূর যেতে পারেননি। ৯০ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। ১৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মিরাজ।
১ম ইনিংসে ৩ উইকেটে ৪৯৬ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। জবাবে ৩২০ রানেই অলআউট বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ২৪৭ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। যার সুবাদে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪২৪ রান।
স্কোর :
দ. আফ্রিকা ১ম ইনিংস: ১৪৬ ওভারে ৪৯৬/৩(এলগার ১৯৯, মার্করাম ৯৭, আমলা ১৩৭, বাভুমা ৩১*, ডু প্লেসি ২৬*; মোস্তাফিজ ১/৯৮, শফিউল ১/৭৪, মিরাজ ০/১৭৮, তাসকিন ০/৮৮, মাহমুদউল্লাহ ০/২৪, মুমিনুল ০/১৫, সাব্বির ০/১৫)।
বাংলাদেশ ১ম ইনিংস: ৮৯.১ ওভারে ৩২০ (মুমিনুল ৭৭, তামিম ৩৯, মাহমুদউল্লাহ ৬৬, সাব্বির ৩০, মিরাজ ৮, তাসকিন ১, শফিউল ২, মোস্তাফিজ ১০*; মর্কেল ২/৫১, রাবাদা ২/৮৪, মহারাজ ৩/৯২, অলিভিয়ের ১/৫২, ফেলুকওয়ায়ো ১/১৮, মার্করাম ০/১৩)।
দ. আফ্রিকা ২য় ইনিংস: ৫৬ ওভারে ২৪৭/৬ (মার্করাম ১৫, এলগার ১৮, আমলা ২৮, বাভুমা ৭১, ডু প্লেসি ৮১, ডি কক ৮, ফেলুকওয়ায়ো ৬*, মহারাজ ২৮* ;মিরাজ ০/৬৯, শফিউল ১/৪৬, মোস্তাফিজ ২/৩০, তাসকিন ০/২৯)।
বাংলাদেশ ২য় ইনিংস: ৩২.৪ ওভারে ৯০ (মুমিনুল ০, তামিম ০, মাহমুদউল্লাহ ৯, সাব্বির ৪, মিরাজ ১৫*, তাসকিন ৪, শফিউল ২, মোস্তাফিজ ১; মর্কেল ২/১৯, রাবাদা ৩/৩৩, মহারাজ ৪/২৫, অলিভিয়ের ০/১২)।
ফল : দক্ষিণ আফ্রিকা ৩৩৩ রানে জয়ী।
সিরিজ : ১-০ ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।