৯৬০ জনকে চাকরি দেবে সমাজসেবা অধিদপ্তর

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর। বিজ্ঞপ্তি অনুসারে ৭টি পদে মোট ৯৬০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ২৯ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

সম্প্রতি বিভিন্ন পত্রিকায় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, পদগুলোর মধ্যে হাউস প্যারেন্ট কাম টিচার পদে ১৩ জন, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর (স্থায়ী রাজস্ব) পদে ১০ জন, ফিল্ড সুপারভাইজার (স্থায়ী রাজস্ব) পদে ৫০ জন, সমাজকর্মী (ইউনিয়ন) পদে ৪৬৩ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (স্থায়ী রাজস্ব) পদে ১৫৭ জন, গাড়িচালক (স্থায়ী রাজস্ব) পদে ১২ জন এবং অফিস সহায়ক (স্থায়ী রাজস্ব) পদে ২৫৫ জনকে নিয়োগ করা হবে।

নিয়োগপ্রাপ্তির ক্ষেত্রে আবেদনকারীকে ১ জুলাই ২০১৮ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। এটা সাধারণ পদের প্রার্থীদের ক্ষেত্রে। তবে পদভেদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিল থাকবে।

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

আরএম/