দেশের অধস্তন আদালতগুলোতে ৯৭ জনকে সহকারী জজ হিসেবে নিয়োগ দিয়েছে সরকারের আইন মন্ত্রণালয়। নিয়োগপ্রাপ্ত সহকারী জজদের আগামী ২৮ জানুয়ারি পূর্বাহ্নে তাদের নামের পার্শ্বে বর্ণিত জেলার জেলা ও দায়রা জজের নিকট যোগদান করতে বলা হয়েছে।
রবিবার অপরাহ্নে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত হননি মর্মে তার নিয়োগ পত্র বাতিল বলে গণ্য হবে। প্রসঙ্গত, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন গত বছরের ১ জুলাই ৯৭ জন মনোনীত প্রার্থীকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে সহকারী জজ পদে শর্তসাপেক্ষে নিয়োগ দেয়। পরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে প্রত্যেকের নামের পার্শ্বে বর্ণিত জেলায় সহকারী জজ (শিক্ষানবিশ) হিসেবে পদায়ন করা হয়। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান