জনপ্রশাসনের ৯৮ জন যুগ্ম সচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করেছে সরকার।
শনিবার এ ব্যাপারে দুটি পৃথক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পদন্নোতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে মো. মেহেদি হাসান নামে এক কর্মকর্তা বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি-তে ইকোনমিক মিনিস্টার হিসাবে কাজ করছেন।
জানা যায়, পদোন্নতি পেলেও পর্যাপ্ত পদের অভাবে বেশিরভাগ কর্মকর্তাকে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে তাদের আগের পদেই দায়িত্বপালন করতে হবে।