জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে এক ধর্ষণকারীকে আটক করেছে গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ৯৯৯ এ একজন কলার গাজীপুরের শ্রীপুর থানার চকপাড়া থেকে ফোন করে জানান, সাত্তার হাজির কলোনিতে তার প্রতিবেশী এক তরুণী (২৫) শ্রীপুরের একটি স্পিনিং মিলে শ্রমিকের কাজ করেন। ভোর রাতে বাথরুমের টিনের চাল কেটে দুই দুর্বৃত্ত ওই তরুণীর ঘরে প্রবেশ করে হাত মুখ বেঁধে তাকে ধর্ষন করে। পরে তরুণীর চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে অভিযুক্ত একজনকে আটক করে, অন্যজন পালিয়ে যায়। তবে এলাকার প্রভাবশালীরা আইনী পদক্ষেপ না নিয়ে টাকার বিনিময়ে ঘটনাটি মিমাংসা করার চেষ্টা করছে।
এরপর ৯৯৯ তাৎক্ষণিকভাবে কলারের সাথে শ্রীপুর থানার থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়। পরে শ্রীপুর থানার এস আই সোহেল রানা ৯৯৯ কে ফোনে জানান, তারা ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে চিকিৎসা এবং ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করেছেন।
ধর্ষণের অভিযোগে আশরাফুল (২১) নামে একজনকে আটক করেছে পুলিশ। সে ময়মনসিংহের ভালুকার বাসিন্দা।
পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এস আই সোহেল রানা।