‘জাতীয় জরুরি সেবা’ ৯৯৯ নম্বরে গভীর রাতে ট্রেনের এক এটেন্ডেন্টের কলের পর চলন্ত ট্রেনে প্রসব বেদনায় কাতর এক নারীকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার রাত ১২টা ২০ মিনিটে ৯৯৯ নম্বরে কল করে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের এটেন্ডেন্ট মোহাম্মদ আলী জানান, ট্রেনে একজন নারী প্রসব বেদনায় কাতরাচ্ছেন এবং রক্তপাত হচ্ছে। ট্রেনটি বর্তমানে পাবনা বাইপাস অতিক্রম করছে এবং কিছুক্ষণের মধ্যে ট্রেনটি নাটোর স্টেশন অতিক্রম করবে।
৯৯৯ তাৎক্ষণিকভাবে নাটোর সদর হাসপাতালে যোগাযোগ করে রেল স্টেশনে অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করে। রাত পৌনে ২টায় ট্রেনটি নাটোর স্টেশনে থামে এবং প্রসূতি রোগীকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
৯৯৯ কে প্রসূতির স্বামী নাছির মোল্লা জানান, তিনি তার স্ত্রী কামরুন্নাহারকে (৩২) নিয়ে ঢাকার কমলাপুর থেকে রাত ৮টা ৪৫ মিনিটে নওগাঁর উদ্দেশ্যে কুড়িগ্রাম এক্সপ্রেসে করে যাত্রা করেন। পথে তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়। নাটোর সদর হাসপাতালে রাত আড়াইটার দিকে ওই নারী একটি ছেলে সন্তানের জন্ম দেন।