চলতি মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলোর এজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত লভ্যাংশ এবং লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত অনুমোদিত হতে পারে। ঢাকা স্টক একচেঞ্জ(ডিএসই ) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- বীচ হ্যাচারি, ডেল্টা ব্রাক হাউজিং, গ্রিন ডেল্টা ইন্সুরেন্স, আইডিএলসি ফাইন্যান্স, প্রাইম ইন্সুরেন্স, নিটল ইন্সুরেন্স, আএকে সিরামিক্স, রিলায়েন্স ইন্সুরেন্স এবং আইপিডিসি ফাইন্যান্স।
জানা যায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি বীচ হ্যাচারি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ মার্চ বেলা সাড়ে ১২ টায় উত্তরা কমিউনিটি সেন্টার, হাউজ নং ২০, রোড-১৩/ডি,সেক্টর-৬, উত্তরা মডেল টাউন, ঢাকায় অনুষ্ঠিত হবে। ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরে বীচ হ্যাচারি লিমিটেড নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল ৯ জানুয়ারি।
আর্থিক খাতের কোম্পানি ডেল্টা ব্রাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ মার্চ বেলা ১১ টায় ডেল্টা লাইফ কনফারেন্স হল, ডেল্টা লাইফ টাওয়ার প্লট নং-৩৭, রোড নং-৯০ গুলশান-২ ঢাকায় অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত হিসাব বছরে ডেল্টা ব্রাক হাউজিং ফাইন্যান্স লিমিটেড ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল ১১ মার্চ।
বীমা খাতের কোম্পানি গ্রিন ডেল্টা ইন্সুরেন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মার্চ বেলা ১১ টায় স্পেকট্রা কনভেনশন সেন্টার, হাউজ নং ১৯, রোড-৭, গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত হিসাব বছরে গ্রিন ডেল্টা ইন্সুরেন্স লিমিটেড ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল ২ মার্চ।
আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মার্চ সকাল ১০ টায় ‘উৎসব’ রেডিসন ব্লু, হোটেল ওয়াটার গার্ডেন, এয়ারপোর্ট রোড, ক্যান্টনমেন্ট, ঢাকায় অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত হিসাব বছরে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল ১২ মার্চ।
বীমা খাতের কোম্পানি প্রাইম ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মার্চ বেলা ১১ টায় ফারইস্ট টাওয়ার, ৩৫ তোপখানা রোড ঢাকায় অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত হিসাব বছরে প্রাইম ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল ১২ মার্চ।
বীমা খাতের কোম্পানি নিটল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ বেলা ১১ টায় স্পেকট্রা কনভেনশন সেন্টার, হাউজ নং-১৯, রোড-৭, গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত হিসাব বছরে নিটল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।এর পুরোটাই নগদ লভ্যাংশ। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল ৮ মার্চ।
সিরামিকস খাতের কোম্পানি আএকে সিরামিক্স(বাংলাদেশ)লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ সকাল ১০ টায় গল্ফ গার্ডেন, আর্মি গল্ফ ক্লাব, ক্যান্টনমেন্ট, ঢাকায় অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত হিসাব বছরে আএকে সিরামিক্স লিমিটেড ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল ২৫ ফেব্রুয়ারি।
বীমা খাতের কোম্পানি রিলায়েন্স ইন্সুরেন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ বেলা ১১ টায় লাভিটা হল, লেকসোর হোটেল, হাউজ নং-৪৬, রোড-৪১, গুলশান-২, ঢাকায় অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত হিসাব বছরে রিলায়েন্স ইন্সুরেন্স লিমিটেড ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল ১১ মার্চ।
আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ সকাল সাড়ে ৯ টায় সেলিব্রিটি কনভেনশন হল, অটবি সেন্টার, লেভেল-৬, প্লট-১২, ব্লক-cws(c), গুলশান সাউথ এভিনিউ, গুলশান-২, ঢাকায় অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত হিসাব বছরে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল ১৫ মার্চ। সূত্র – কর্পোরেট সংবাদ।
আজকের বাজার/ এ.এ