খুলনার সাথে সারাদেশের ট্রেন চলাচল ৯ ঘণ্টা পর আবারও শুরু হয়েছে।
রবিবার রাত সোয়া ৮টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর স্টেশনে গোয়ালন্দ এক্সপ্রেস নকশিকাঁথা ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে বগি উদ্ধার করার পর সোমবার ভোর ৫টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রেলওয়ে পশ্চিম জোনের পাকশি রেলওয়ের কন্ট্রোলার নুরুল ইসলাম জানান, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থল থেকে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করলে ভোর ৫টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান