খুলনা, যশোর ও চট্টগ্রামসহ দেশের ৯ জেলায় আসন্ন সিটি কর্পোরেশন ও ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আগামী ১৫ মে (মঙ্গলবার) নির্বাচনী এলাকার সব ব্যাংকের শাখা বন্ধ থাকবে।
রোববার (১৩ মে) বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়।
বাংলাদেশ ব্যাংকের ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৫ মে খুলনা সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে ওইদিন ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা বন্ধ থাকবে।
১৫ মে খুলনা সিটি কর্পোরেশন ছাড়াও বগুড়ার তালোড়া পৌরসভা নির্বাচন হবে। এদিন চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন, চাঁদপুর জেলার দ্বাদশগ্রাম, ভোলার মুজিবনগর, ঝালকাঠি জেলার পোনাবালিয়া, যশোরের হরিহরনগর, গাইবান্ধার ফজলুপুর ও মুন্সীগঞ্জ জেলার পাঁচগাওয়ে ইউপি নির্বাচন হবে।
বাংলাদেশ ব্যাংকের পৃথক একটি প্রজ্ঞাপনে, ১৫ মে নির্বাচনী এলাকায় নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর আঞ্চলিক শাখাসহ সব শাখা বন্ধ রাখার কথা বলা হয়েছে।
আজকের বাজার/একেএ