৯ দিন বন্ধ থাকার পর ২৭ আগস্ট রোববার দিনাজপুরের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ চালু হচ্ছে। পুনরায় ট্রেন চালুর লক্ষ্যে সকালে লালমনিরহাট থেকে একটি কমিউনিটি ট্রেন পরীক্ষামূলকভাবে দিনাজপুর রেল স্টেশনে এসে ট্রেনটি আবার লালমনিরহাট চলে যায় বলে জানিয়েছেন দিনাজপুর স্টেশন কর্মকর্তা সুনীল কুমার বর্মণ।
আন্তনগর একতা ট্রেনটি বিকেলে দিনাজপুর যাওয়ার মধ্য দিয়ে দিনাজপুর থেকে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় চালু হচ্ছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে। বন্যায় রেল লাইন ক্ষতিগ্রস্ত হওয়াতে ৯ দিন ধরে সারা দেশের সঙ্গে দিনাজপুরের রেল যোগাযোগ বন্ধ ছিল।
আজকের বাজার: এমএম/ ২৭ আগস্ট ২০১৭