আজ ২৪ ডিসেম্বর সোমবার পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ টি প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা বা এজিএম রয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- আমরা টেকনোলজিস লিমিটেড, আমরা নেটওয়ার্ক লিমিটেড, নাহি এলুমিনিয়াম কম্পোজিট, ড্যাফোডিল কম্পিউটারস, দেশবন্ধু পলিমার লিমিটেড, আলিফ ইন্ডান্ট্রিজ লিমিটেড, আলিফ ম্যনুফ্যাকচারিং লিমিটেড, সমতা লেদার লিমিটেড, জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিকেল ডিভাইস লিমিটেড ।
এদের মধ্যে – আমরা টেকনোলজিস লিমিটেডের এজিএম আজ সকাল ১০ টায় রাজধানীর গুলশান-২ এর ডেলটা লাইফ টাওয়ারের ডেলটা লাইফ কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ডেলটা লাইফ লভ্যাংশ সুপারিশ করেছে।
আমরা নেটওয়ার্ক লিমিটেডের এজিএম আজ বেলা ১২ টায় গাজিপুরের শ্রীপুরে ফ্যাক্টরি প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস ও ৭ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে।
নাহি এলুমিনিয়াম কম্পোজিট লিমিটেডের এজিএম আজ সাড়ে ১০ টায় গাজীপুরের শ্রীপুরে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ সুপারিশ করেছে।
ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেডের এজিএম আজ সকাল ১০ টায় রাজধানীর ধানমন্ডির সোহবানবাগে ড্যাফোডিল টাওয়ারে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে।
দেশবন্ধু পলিমার লিমিটেডের এজিএম আজ সকাল ৯ টায় নরসিংদিতে ফ্যাক্টরি প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে।
আলিফ ইন্ডান্ট্রিজ লিমিটেডের এজিএম আজ বেলা সাড়ে ১২ টায় রাজধানীর গুলশান-২ এর গুলশান ক্লাবে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস ও ২৫ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে।
আলিফ ম্যনুফ্যাকচারিং লিমিটেডের এজিএম আজ বেলা ১ টা ৩০ মিনিটে রাজধানীর গুলশান-২ এর গুলশান ক্লাবে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ সুপারিশ করেছে।
সমতা লেদার লিমিটেড লিমিটেডের এজিএম আজ সকাল ১১ টায় রাজধানীর শেরে বাংলা রোডের ফ্যাক্টরি প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ কোন লভ্যাংশ সুপারিশ করে নি।
জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিকেল ডিভাইস লিমিটেডের এজিএম আজ সকাল ১১ টায় রাজধানীর সিদ্ধেস্বরি রোডের স্কাই সিটি হোটেলে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে।
উল্লেখ্য, এজিএমে প্রতিষ্ঠানগুলোর সুপারিশকৃত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হতে পারে।
আজকের বাজার /মিথিলা