৯ মাসে এজেন্ট ব্যাংকিংয়ে লেনদেন ৮০৫৫ কোটি টাকা

২০১৬-১৭ অর্থবছরের জুলাই-মার্চ মেয়াদে (প্রথম ৯ মাসে) এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সারাদেশে ৮ হাজার ৫৫ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে আরও জানানো হয়েছে, বছরের ব্যবধানে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন প্রায় ৪ গুণ বেড়েছে। ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-মার্চ মেয়াদে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সারাদেশে ২ হাজার ১৫৫ কোটি টাকার লেনদেন হয়েছিল।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, চলতি অর্থবছরের মার্চে সারাদেশে এজেন্ট ব্যাংকিং হিসাবধারীর সংখ্যা ৭ লাখ ১০ হাজার ছাড়িয়েছে।

প্রসঙ্গত, কোনো ব্যাংকের শাখা নেই- এমন পল্লী একালায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ২০১৩ সালের ৯ ডিসেম্বর এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য বিধিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। ২০১৫ সালের সর্বশেষ ৬ জানুয়ারি সার্কুলার জারির মাধ্যমে গ্রাম ও শহরাঞ্চলে এজেন্ট ব্যাংকিংয়ের অনুমোদন দেওয়া হয়। এখন পর্যন্ত এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণের কৃষি ও এসএমই ঋণ বিতরণ করা হয়েছে।

আজকের বাজার:এলকে/এলকে/ ১১ জুন ২০১৭