গত অর্থবছরের প্রথম ৯ মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে প্রবাসী আয়ের (রেমিটেন্স) প্রবাহ ১৭.০৪ শতাংশ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের (বিবি) দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, প্রবাসী বাংলাদেশিরা চলতি অর্থবছরের (২০১৭-২০১৮) জুলাই থেকে মার্চ মাসের মধ্যে বিভিন্ন মাধ্যমে ১০৭৬১.২৯ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন।
গত অর্থবছরের (২০১৬-২০১৭) একই সময়ে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছিলেন ৯১৯৪.৫৯ মিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের ডিপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান বলেন, বাংলাদেশ ব্যাংক প্রবাসী বাংলাদেশিদের বৈধ উপায়ে দেশে টাকা পাঠাতে বিভিন্নভাবে অনুপ্রাণিত করার কারণে চলতি অর্থবছরে (২০১৭-২০১৮) দেশে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে।
তিনি বলেন, কিছু প্রবাসী বাংলাদেশি দেশে টাকা পাঠাতে মোবাইল ব্যাংকিং’এর মতো অনানুষ্ঠানিক মাধ্যম ব্যবহার করেন।
রাজী হাসান বলেন, সম্প্রতি বৈধ মাধ্যমের ওপর কেন্দ্রীয় ব্যাংক ও আইন প্রয়োগকারী সংস্থার পর্যবেক্ষণ বাড়ানোর কারণে অনানুষ্ঠানিক মাধ্যমের ব্যবহার কমেছে।
রেমিটেন্সের প্রবাহ সামনের মাসে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর উপলক্ষে আরো বাড়বে বলেও আশা প্রকাশ করেন বাংলাদেশ ব্যাংকের ডিপুটি গভর্নর।
আজকেরবাজার/একেএ/এস