চলতি অর্থ বছরের ৯ মাসে রাজস্ব আয়ে ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ২৩ হাজার কোটি টাকা বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। আজ সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেছেন, সক্ষমতার তুলনায় লক্ষ্যমাত্রা বেশি ধরার কারণেই ঘাটতি বাড়ছে।
তিনি জানান, সংশোধিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কমতে পারে ৩০ হাজার কোটি টাকা। লক্ষ্যমাত্রা সংশোধন হলে তা অর্জন করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।
চলতি অর্থ বছরে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে ২ লাখ ৪৮ হাজার কোটি টাকার বেশি। এ সময় তিনি জানান, হালখাতায় শুধু আয়কর আদায় হয়েছে ৪০৩ কোটি টাকা।
এস/