‌চীন ভাইরাস ছড়িয়ে থাকলে ফল ভুগতে হবে: ট্রাম্প

কোভিড–১৯ মহামারীর জন্য চীনকে দায়ী করা থেকে পিছু হঠছে না আমেরিকা। উল্টো পরপর অভিযোগের তির বাড়ছে।

স্থানীয় সময় শনিবার বিকেলে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে দৈনিক করোনা বুলেটিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনকে করোনাভাইরাস ছড়ানোর জন্য দায়ী করে এই ভাষায় হুমকি দিয়েছেন যে, ‘শুরু হওয়ার আগে এটা চীনেই থামানো যেতে পারত, এবং তা হয়নি। এটা যদি ভুল হয় তাহলে বড় ভুল। আর ওরা যদি এটা জেনেবুঝে করে থাকে তাহলে তার ফল ভুগতেই হবে।’

মার্কিন প্রেসিডেন্টের প্রশ্ন, ‘‌এটা কি সত্যিই ভুল ছিল যা অনিয়ন্ত্রিত হয়ে যায় নাকি ইচ্ছা করে করা হয়েছিল। দুটোর মধ্যে ফারাক অনেক।’‌ ট্রাম্পের অনুমান, ভাইরাস মোকাবিলায় অনেক আগেই চীনে যেতে চাইলেও আমেরিকাকে চীন বাধা দিয়েছিল কারণ তারা জানত এর ফলে তারা বিপাকে পড়তে পারে।

কোভিড–১৯–এর চরিত্র, প্রতিষেধক এবং বিশ্বজুড়ে এর সংক্রমণের কারণ নিয়ে তারা গবেষণা এবং তদন্ত করছে বলে দাবি করেছে চীন। ট্রাম্প বলেছেন, ‘‌দেখা যাক ওদের তদন্তে কী উঠে আসে। কিন্তু আমরাও তদন্ত চালাচ্ছি।’‌ তবে উহানের বাদুর নিয়ে গবেষণাগার থেকে অসতর্কতায় এই ভাইরাস ছড়িয়ে পড়ার তত্ত্বও একেবারে উড়িয়ে দিচ্ছে না ট্রাম্প সরকার।