বলিউড বাদশাহ শাহরুখ খান। সামনেই মুক্তি পাচ্ছে তার অভিনীত ছবি ‘জিরো’। এ ছবিটি কতটা সফল হবে এ নিয়ে স্পষ্ট নয় বাদশাহ নিজেও। তাই ছবিটি নিয়ে অনেকটা শঙ্কার মধ্যে রয়েছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘জিরো’ ছবিটি ফ্লপ হলে আমি আগামী ছ’মাস কোনো কাজ পাব না। আর অসফল হলেও আমার অভিনয় যদি ভাল লাগে তাহলে কাজ পাব। এমনও হতে পারে আর বক্সঅফিসে আমার কোনো ছবি মুক্তিই পেল না।
বাদশাহ এমন কথা শুনে বলিউডের অনেকেই মনে করছেন তাহলে কী আর ছবি করবেন না এসআরকে? আবার কেউ কেউ বলছেন মনের ক্ষোভ থেকে এ কথা বলেছেন তিনি।
তবে শাহরুখের বাজার যে আস্তে আস্তে কমে আসছে সেটা অনেকটা স্পষ্টই হয়ে উঠেছে তার কথাতে। ‘রইস’, ‘হ্যারি মিট সেজল’ ফ্লপ করেছে বক্স অফিসে। আর ‘জিরো’ই তার শেষ ভরসা। তাই এটা নিয়েই বড় আশা করে রয়েছেন বলিউড বাদশাহ।
আজকের বাজার/এমএইচ