বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
বুধবার দিবাগত রাত সোয়া ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত কনস্টেবল সোহেল মাহমুদ (৩৫) বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রেনিং ও ওয়েলফেয়ার শাখায় কর্মরত ছিলেন। তার বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, মৃত পুলিশ কনস্টেবলের শ্বাসকষ্ট ও ডায়বেটিকের সমস্যা ছিলে আগে থেকেই। তিনি অসুস্থ হয়ে পড়লে বুধবার বিকালে শেবাচিম হাসপাতালে নেয়া হয়। সেখানে রাতে তার মৃত্যু হয়। তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষা ছাড়া নিশ্চিত হওয়া যাবে না।
হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, উপসর্গ নিয়ে ভর্তি হলেও এখনও করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। মৃত ওই পুলিশ সদস্যের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।