রূপকথার রাপানজেল যেন উঠে এসেছে বইয়ের পাতা থেকে। ভারতের গুজরাটের ১৬ বছরের কিশোরী চুল দেখে সেই রূপকথার গল্পই মনে হবে। পাঁচ ফুট সাত ইঞ্চি চুল নিয়ে গিনেস বুকে রেকর্ড গড়েছেন গুজরাটের নীলাংশী প্যাটেল।
বন্ধুরা তাকে রাপানজেল বলেই ডাকে। নীলাংশী জানিয়েছেন, ছ’বছর বয়সে চুল কাটতে গিয়ে ভয়ঙ্কর খারাপ অভিজ্ঞতা হয়েছিল, তারপর থেকে আর চুল কাটেনি সে। বয়সের সঙ্গে সঙ্গে চুল বেড়েছে।
গিনেস বুকে রেকর্ড গড়ার পর নীলাংশি জানিয়েছেন অনেকেই মনে করেন এত দীর্ঘ চুল নিয়ে সমস্যায় পড়তে হয় তাকে। মাসে একবার চুলে শ্যাম্পু করেন তিনি। সেসময় মা তাকে সাহায্য করেন। কাজ করার সময় অথবা খেলা ধুলোর সময় মাথার উপরে চুল বেঁধে ফেলি। এমনকী এই চুল নিয়ে টেবিল টেনিস খেলতেও কোনও অসুবিধা হয় না। নানা রকম স্টাইল করতে পারি।
আজকের বাজার/এমএইচ