‌রিপনচন্দ্র ম‌ল্লিক-এর কবিতা

বাস্তবতার দৃশ্যগু‌লো

‌কোন এক‌দিন ঠিকই
ভু‌লে যাব আমরা নি‌জেরা, নি‌জে‌দের
য‌দিও মু‌খোমু‌খি
‌তোমার আমার কখ‌নো হয়‌নি দেখা।
তবুও হৃদ‌য়ের লেন‌দেনের খাতায়
‌শেষ পৃষ্ঠা ছাড়া ‌ছিল না কোথাও সাদা।
মান‌চি‌ত্রের দুই প্রা‌ন্তে দাঁড়ি‌য়ে থাকা
আমা‌দের দুই জীব‌নের বাস্তবতার
সমস্ত দৃশ্যগু‌লো মে‌নে নি‌য়ে;
সাম‌য়িক ক‌ষ্টের নীল নদী সাঁত‌রে
‌নিয়‌মের বেড়াজা‌ল স্বীকার ক‌রে
দুজ‌নেই ‌নিজস্ব পৃ‌থিবী‌তে ব্যস্ত থাক‌ব।
তবুও ‌চির‌দিন অদেখা বন্ধুর প্র‌তি থাক‌লো
একরাশ সোনালী স্বপ্নময় মঙ্গল কামনা।

আজকের বাজার: আরআর/ ২১ অক্টোবর ২০১৭