বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ঢাকাস্থ শরীয়তপুর সাংবাদিক সমিতির ‘ভাষা আন্দোলনে শরীয়তপুর’ শীর্ষক আলোচনায় এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ৬৬’র ছয়দফা থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত এমন কোনো সংগ্রাম নেই, যার নেতৃত্ব দেননি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সন্ত্রাসের রাজনীতি পরিহারের আহ্বান জানিয়ে ব্যাংক লুটপাটকারীদের বিচারের আওতায় আনারও দাবি জানান ইকবাল সোবহান চৌধুরী।
এ সময় শরীয়তপুর সাংবাদিক সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকের বাজার : আরএম/১৫ ফেব্রুয়ারি ২০১