‌‌বিএনপিকে অনেকে ব্যঙ্গ করে বাংলাদেশ নালিশ পার্টি বলে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, কোনো একটা কিছু হলে বিএনপি বিদেশিদের ডেকে নালিশ উপস্থাপন করে। এজন্য বিএনপিকে অনেকে ব্যঙ্গ করে বাংলাদেশ নালিশ পার্টি বলে। অনেকে ব্যঙ্গ করে বলে, আমি বলছি না।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে এভাবে বারবার বিদেশিদের সামনে বাংলাদেশের বিষয় নিয়ে উপস্থিত হয়ে কথা বলে তারা (বিএনপি) প্রমাণ করে, তাদের আস্থা বাংলাদেশের জনগণের ওপর নয়, বরং বিদেশিদের ওপর। এটি তাদের জন্য অত্যন্ত লজ্জার।

বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী মাস থেকে আন্দোলনের কথা জানিয়েছেন- এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, উনি অক্টোবর মাস থেকে আন্দোলন শুরু করবেন বলেছেন, সেটা কোন বছরের অক্টোবর, সেটি অনেকে প্রশ্ন রেখেছেন।

কারণ ওনারা তো এভাবে ১০ বছর ধরে বলে আসছেন, ঈদের পর আন্দোলন, শীতের পর আন্দোলন, গরম কম পড়লে তখন আন্দোলন, বৃষ্টি একটু কমে গেলে আন্দোলন, বার্ষিক পরীক্ষার পর আন্দোলন। এভাবে বহু আন্দোলনের তারিখ আমরা দেখেছি। কিন্তু তাদের পক্ষে কোনো আন্দোলন গড়ে তোলা সম্ভব হয়নি- বলেন তথ্যমন্ত্রী।

আজকের বাজার/এমএইচ