সিঙ্গাপুরে চিকিৎসা শেষে বুধবার দেশে ফিরে আসা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ১৪ দল।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিমের নেতৃত্বে ১৪ দলীয় জোটের নেতৃবৃন্দ শুক্রবার সন্ধ্যায় ওবায়দুল কাদেরের বাসায় গিয়ে তাকে আন্তরিক শুভেচ্ছা জানান। খবর বাসস।
দ্রুত পরিপূর্ণ সুস্থ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দল ও দেশের কাজে ওবায়দুল কাদের সম্পূর্ণভাবে নিয়োজিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মোহাম্মদ নাসিম।
নেতৃবৃন্দ ওবায়দুল কাদের সুস্থ হয়ে দেশে ফিরে আসায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করেন।
এসময় অন্যান্যের মধ্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, ন্যাপের ইসমাইল হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
আজকের বাজার/এমএইচ