চলতি সপ্তাহে ২ কোম্পানির এজিএম

চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ২টি হচ্ছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এবং ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

মার্কেন্টাইল ইন্স্যুরেন্স:

মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের এজিএম ২৮ জুন বুধবার অনুষ্ঠিত হবে। কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে ওই দিন সকাল ১০টায় এ এজিএম অনুষ্ঠিত হবে।

৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানির পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর পুরোটাই নগদ।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪০ পয়সা; শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৭ টাকা ৩২ পয়সা।

ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট:

ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের এজিএম ২৮ জুন বুধবার কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হবে।

৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানির পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর পুরোটাই নগদ।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৩ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২১ টাকা ৮ পয়সা।

আজকের বাজার: এলকে/এলকে ২৭ জুন ২০১৭