পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেড কাঁচপুরে নতুন একটি জেটি নির্মাণ করবে। কার্গো জাহাজ থেকে কাঁচামাল নামোনা ও উৎপাদিত সিমেন্ট তোলার সুবিধার জন্য কাঁচপুর প্ল্যান্টে জেটি নির্মাণ করা হবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
মঙ্গলবার অনুষ্ঠিত হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেডের পরিচালনা পরিষদের বৈঠকে জেটি নির্মাণের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেটি নির্মাণে ৩২ কোটি ৫১ লাখ টাকা ব্যয় হবে। সংশ্লিষ্ট রেগুলেটরদের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
আজকের বাজারঃ সালি ঃ ২৬ জুলাই ২০১৭