কাতারের টি-টেন লিগ মতাবেন দুই বাংলাদেশি

দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ক্রিকেটের নয়া ফরম্যাট টি-টেন লিগ। সংযুক্ত আরব আমিরাতের পর এবার সংক্ষিপ্ত এই ফরম্যাটটি বসতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারে। আগামী ৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে আসরটি। আর আসন্ন এ আসরে মাঠ মাতাবেন বাংলাদেশের দুই ক্রিকেটার।

কাতারে টি-টেন লিগের প্রথম আসরে অংশ নেবে মোট ছয়টি দল। দলগুলো হলো : পার্ল গ্ল্যাডিয়েটর্স, ফ্লায়িং অরিক্স, ডেজার্ট রাইডার্স, সুইফট গ্যালোপার্স, ফ্যালকন হান্টার ও হিট স্টোর্মার্স।

এদের মধ্যে হিট স্টোর্মার্স দলভুক্ত করেছে মোহাম্মদ নাঈম ইসলামকে। আর শাহাদাত হোসেনকে দলে নিয়েছে ডেজার্ট রাইডার্স।

টুর্নামেন্টের ছয় দলের স্কোয়াড :

ডেজার্ট রাইডার্স
দেশি খেলোয়াড় : আওয়াইজ মালিক, মোহাম্মদ তানভীর, মুজিব খান, মোহাম্মদ ইকরাম, হিমাংশু রাথোর এবং ইমাল মালিন্দু লিয়ানাগে।
বিদেশি খেলোয়াড়: সোহেল তানভীর (পাকিস্তান), খুররম মঞ্জুর (পাকিস্তান), শাহাদাত হোসেন (বাংলাদেশ), রামিথ রাম্বুলওয়েলা (শ্রীলঙ্কা), কিথরুয়ান ভিথানাগে (শ্রীলঙ্কা), জাভেদ আহমাদি (আফগানিস্তান), আমজাদ খান (আরব আমিরাত), মোহাম্মদ নাদিম (ওমান) এবং চুন্দানগোপাইন রিজওয়ান (আরব আমিরাত)।

ফ্যালকন হান্টার্স
দেশি খেলোয়াড় : ইকবাল হোসেন চৌধুরী, মোহাম্মদ রিজলান, কামরান খান, তাইমুর সাজ্জাদ, মুরাদ খান, এরশাদ ওমর, নাওয়াফ পুলানগাদাম এবং হোসেন খান।
বিদেশি খেলোয়াড় : হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা), জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), সালমান বাট (পাকিস্তান), আম্মাদ বাট (পাকিস্তান), টম আবেল (ইংল্যান্ড), সাদ বিন জাফর (কানাডা), আকিব আলি (ওমান) এবং ফাইয়াজ বাট (ওমান)।

ফ্লায়িং অরিক্স
দেশি খেলোয়াড় : নোমার সারওয়ার, মুসাবির খান, আসিফ রাজা, ইমরান আশরাফ, জাসুম খান এবং বিলাল বাট।
বিদেশি খেলোয়াড় : আন্দ্রে ফ্লেচার (ওয়েস্ট ইন্ডিজ), হুসাইন তালাত (পাকিস্তান), ক্রিশমার সান্তোকি (ওয়েস্ট ইন্ডিজ), কেন্নার লুইস (ওয়েস্ট ইন্ডিজ), আফতাব আলম (আফগানিস্তান), বিলাল ইকবাল (পাকিস্তান), সোমপাল কামি (নেপাল), আব্দুল শাকুর (আরব আমিরাত), আমজাদ গুল (আরব আমিরাত) এবং হামানদ্বীপ সিং (কানাডা)।

হিট স্টর্মার্স
দেশি খেলোয়াড় : ওয়াইজ আহমেদ, রাজা আমির, আন্দ্রি বেরেঙ্গার, ধার্মাং প্যাটেল, ইমরাজ রাফি, তালাল আহমেদ ও আশরাফউল্লাহ খান।
বিদেশি খেলোয়াড় : মনপ্রীত সিং গোনি (ভারত), মোহাম্মদ শেহজাদ (আফগানিস্তান), নাইম ইসলাম (বাংলাদেশ), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), রিশু চোপড়া (ভারত), স্বন্দ্বীপ সিং (সংযুক্ত আরব আমিরাত), স্কট এডওয়ার্ডস (নেদারল্যান্ডস) ডনস্ রানা নাইম আনোয়ার (ওমান)।

পার্ল গ্ল্যাডিয়েটরস
দেশি খেলোয়াড় : ফয়সাল খান, খুররম শেহজাদ, মোহাম্মদ নাফিস, কালান্দার খান ও সাকলাইন আরশাদ।
বিদেশি খেলোয়াড় : মোহাম্মদ সামি (পাকিস্তান), অজান্থা মেন্ডিস (শ্রীলঙ্কা), শারজিল খান (পাকিস্তান), মালিন্দা পুষ্পকুমারা (শ্রীলঙ্কা), আফসার জাজাই (আফগানিস্তান), করিম সাদিক (আফগানিস্তান), ফাহাদ নওয়াজ (আরব আমিরাত), আদিল খান (নেপাল) ও মেহরান খান (ওমান)।

সুইফট গ্যালোপার্স
দেশি খেলোয়াড়: জহির উদ্দিন, এনাম উল হক, সাদিক এনএম, জাইনু ধীন, জাহানজেব আশাদ ও জ্ঞান বিমালসান্থা।
বিদেশি খেলোয়াড়: লুইক রাইট (ইংল্যান্ড), কামরান আকমল (পাকিস্তান), ইমরান নাজির (পাকিস্তান), ড্যানজা হায়াত (ওয়েস্ট ইন্ডিজ), শফিকউল্লাহ শাফাক (আফগানিস্তান), রিচমন্ড মুতুম্বামি (জিম্বাবুয়ে), জাহানজেব নাভিদ (পাকিস্তান), আনিশ ট্যান্ডন (আরব আমিরাত), চিরাগ সুরি (আরব আমিরাত) এবং রবিন্দর সিং (কানাডা)।

আজকের বাজার/আরিফ