বাংলাদেশ, জাপানি বিনিয়োগকারীদের জন্য চুম্বক

বাংলাদেশকে জাপানি বিনিয়োগকারীদের জন্য চুম্বক হিসেবে উল্লেখ করেছে সিঙ্গাপুর ভিত্তিক সংবাদ মাধ্যম দ্যা স্ট্রেইট টাইমস। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রকাশিত ওই পত্রিকার একটি নিবন্ধে বলা হয়েছে, কম শ্রমমূল্য ও স্থানীয় বাজার সম্প্রসারণের জাপানি উৎপাদকরা এখন বাংলাদেশের দিকেই নজর দিচ্ছেন।

পত্রিকাটির নিবন্ধে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে চীনে মজুরি বৃদ্ধির কারণে জাপানি উৎপাদকরা এশিয়ার অন্যান্য দেশে সস্তা মজুরির বাজার খুঁজতে শুরু করে। এক দশক আগে তারা দেখে এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশই কেবল সর্বনিম্ন মজুরিতে বিদেশি উৎপাদকদের আহবান জানায়। আর এর পর পরই তারা বাংলাদেশে বিনিয়োগে উৎসাহী হয়ে ওঠে।

নিবন্ধটিতে বলা হয়েছে, ২০০৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশে জাপানি কোম্পানির সংখ্যা তিনগুন বৃদ্ধি পেয়েছে। জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) এর তথ্য মতে, চলতি বছরের মে পর্যন্ত বাংলাদেশে জাপানি কোম্পানির সংখ্যা দাঁড়িয়েছে ২৫৩টিতে।

চীনের তুলনায় এ সংখ্যা কম হলেও, বাংলাদেশে তাদের উপস্থিতি অনেক দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে বলে নিবন্ধে উল্লেখ করা হয়েছে।

জেট্রোর বিদেশ গবেষণা বিভাগের কর্মকর্তা মারি তানাকার বরাতে ওই নিবন্ধে বলা হয়েছে, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে এশিয়ার গরীব দেশ হিসেবে পরিচিত। জাপান ও অন্যান্য পূর্ব এশিয়ার দেশগুলোর তুলনায় এখানে শ্রম খরচ অনেক কম। এখানে বিপুল সংখ্যক তরুণ শ্রমিককে দিয়ে কম খরচে কাজ করানো সম্ভব।

জেট্রোর এক জরিপ অনুযায়ী, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কর্মরত ১৯টি দেশের শ্রমিকদের মধ্যে বাংলাদেশের শ্রমিকরা শ্রীলঙ্কা, লাওস ও মিয়ানমারের তুলনায় অনেক কম মজুরি পায়।

আর একারণে জাপানের নতুন নতুন কিছু প্রতিষ্ঠান বাংলাদেশি বাজারে প্রতিষ্ঠিত হতে অঙ্গিকারাবদ্ধ। এদের মধ্যে হোন্ডা মটরস, রোহতো ফার্মাসিউটিক্যাল এবং অজিনোমোতো বাংলাদেশে তাদের ব্যবসার সম্প্রসারণ করতে শুরু করেছে।

নিবন্ধে বলা হয়ে, ষোল কোটি জনসংখ্যার দেশে গত পাঁচ বছরে জিডিপি প্রায় পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে। দেশটির মানুষের ক্রয় ক্ষমতাও বেড়েছে।

এই অবস্থায় জাপানের বৃহত্তর কোম্পানিগুলো বাংলাদেশের বাজারে প্রসার ঘটাবে সেই প্রত্যাশা থেকেই ব্যবসার সম্প্রসারণ করছে বলে মনে করে জেট্রো।

বাংলাদেশে ২৫৩টি জাপানি কোম্পানির মধ্যে ৩০টি পোশাক বা চামড়া শিল্প, ১৫টি পোশাক,১০টি লজিস্টিক এবং ১৫টি আইটি সেবার সাথে যুক্ত।

আজকের বাজার: এলকে / এলকে ২৩ সেপ্টেম্বর ২০১৭