হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৬ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা চলছে।বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা সমাজসেবা বিভাগের উদ্যোগে শহরের মাধবপুরস্থ সমাজসেবা অফিস মিলনায়তনে আয়োজিত ওই কর্মশালার চতুর্থ দিনে রিসোর্স পারসন ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান চৌধুরী এবং প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার।
এদিন স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা বিভাগের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক। ওইসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা হিজড়া কল্যাণ সমিতির সভাপতি নিশি আক্তার। কর্মশালায় হিজড়া জনগোষ্ঠীর ৩০ জন সদস্য অংশ নিচ্ছেন।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ।
কর্মশালায় বিভিন্ন দিন রিসোর্স পারসন হিসেবে অংশ নিচ্ছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. লুৎফুল কবীর, সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রুকনুজ্জামান পলাশ ও নাগরিক সংগঠন জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ। (বাসস)